নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু লুটপাট,একজনের জেল।

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫
Sangbad52

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু লুটপাট,একজনের জেল।

 

নালিতাবাড়ী প্রতিনিধি 

 

 

শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোস্তফা কামাল নামে এক বালু শ্রমিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মোস্তফা কামাল আন্ধারু পাড়া গ্রামের হাসমত আলীর ছেলে।

 

 

শুক্রবার (২৪শে জানুয়ারি) বিকেলে নালিতাবাড়ী উজেলার বাতকুচি-পলাশিকুড়া এলাকায় চেল্লাখালী নদীর তীরবর্তী এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযান চলা কালে শ্যালুচালিত ৮টি মিনি ড্রেজার, ৪টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। স্থানীয় বন বিভাগের সহযোগিতায় পরিচালিত অভিযানে অভিযানে রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে বৃহস্পতিবার বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে পশ্চিম সমশ্চুড়া কালিস্থান ও রঞ্জণা ঝর্ণা এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়। অভিযানে ৩টি মিনি ড্রেজার ও ৪টি স্থাপনা ধ্বংসসহ অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

 

৫ আগস্ট পরবতর্তী সময়ে উপজেলার নদীসমূহ ছাড়াও বিভিন্ন ঝর্ণা, পাহাড়ি ঝিরি ও পাহাড়ের উপত্যকা খুঁড়ে চলছে বালু ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণহীন লুটপাটের ঘটনা।