গজারিয়ায় সড়ক দুর্ঘটনার নারী পথচারী নিহত

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫
Sangbad52

গজারিয়ায় সড়ক দুর্ঘটনার নারী পথচারী নিহত

 

 

মোঃ দুলাল সরকার 

 

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় এক নারী পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

নিহত ঐ পথচারীর নাম রুবিনা (৩৫), স্বামী মো: ফয়েজ, গ্রাম: রাধা নগর, পো: বেহেলী, থানা: জামালগঞ্জ,জেলা: সুনামগঞ্জ। তিনি স্থানীয় একটি ফ্যাক্টরিতে বাবুর্চির কাজ করতেন।

 

গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অংশে আনোয়ার সিমেন্ট শিট এর সামনে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের (ঢা মেট্রো: চ ১৫-১৭৮২) ধাক্কায় গুরুতর আহত হন ঐ নারী।

 

সংবাদ পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে, স্থানীয় লোকজনের সহায়তায় আহত রুবিনা কে উদ্ধারপূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা:সাদ করিম বলেন, সকাল ৭ টা ৩০ মিনিটে ঐ নারীকে মৃত অবস্থায় ই আমাদের এখানে নিয়ে আসা হয়,পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।

 

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো:হুমায়ুন কবির বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি, মাইক্রোবাসটি আটক করা হয়েছে, স্বজনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।