জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অফিসিয়ালী সেনাবাহিনীকে হস্তান্তর  

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৫
Sangbad52

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অফিসিয়ালী সেনাবাহিনীকে হস্তান্তর  

 

 

 জবি প্রতিনিধি 

 

কেরানীগঞ্জের তেঘরিয়ায় নির্মাণাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অফিসিয়ালভাবে সেনাবাহিনীকে হস্তান্তর করেছে মন্ত্রণালয়। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন" শীর্ষক প্রকল্পের ওপর স্টিয়ারিং কমিটির সভা ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উল্লিখিত প্রকল্পের অবশিষ্ট কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করার বিষয়ে নিম্নরুপ সিদ্ধান্ত গৃহীত হয়: "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন' শীর্ষক প্রকল্পের অবশিষ্ট কাজ এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প প্রণয়ন কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্ণিতাবস্থায়, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন” শীর্ষক প্রকল্পটির অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে চলমান প্রকল্পের পুনর্মূল্যায়ন ও আরডিপিপি প্রণয়ন এবং পরবর্তী কর্মপরিধি নির্ধারণকল্পে 'অর্পিত ক্রয় কার্য' হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাসের চলমান প্রকল্পের অগ্রগতি এবং বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের নির্মাণ কাজের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড-এর একটি প্রতিনিধিদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর  প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সিনিয়র ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন, সহকারী কোয়ালিটি ম্যানেজার ইঞ্জিনিয়ার সিদ্দিক এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার রিয়াদ।