বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কার্যালয় উদ্বোধন

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৫
Sangbad52

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কার্যালয় উদ্বোধন

 

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানের বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল লতব্দী ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

লতব্দী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে শনিবার(১৮ জানুয়ারি) বিকালে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা স্ট্যান্ডে এ মিলাদ ও দোয়া মাহফিল এবং বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কংশপুরা দক্ষিণপাড়া জামে মসজিদের মুফতী খালেক সাইফুল্লাহ।  

 

 

লতব্দী ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিন মাহমুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলী ইসলাম শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান খলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লতব্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো: পিয়ার আলী মোল্লা।

 

এছাড়া অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,লতব্দী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আনিছ বেপারী,লতব্দী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাদবর,উপজেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল মুন্সী,লতব্দী ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সহসভাপতি আসাদুল্লাহ বেপারী,ছাত্রদল নেতা মিখন মাহমুদ, ইয়াহিয়া সালভী প্রমূখ। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাতের পর তোবারক বিতরণ করা হয়।