চাঁদপুরে নির্বাচন অফিসের পিয়ন বাসেদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
শোয়েব হোসেন --
নতুন জন্মনিবন্ধন বা নিবন্ধিত জন্মসনদ সংশোধন করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি’র বাইরে ২০ হাজার টাকা ঘুষ নিয়েছে বলে অভিযোগ উঠেছে মতলব উত্তর নির্বাচন অফিসের পিয়ন বাসেদের বিরুদ্ধে। নাগরিক সেবা পেতেও বিড়ম্বনার শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা। বিড়ম্বনা এড়াতে বাধ্য হয়েই বাড়তি টাকা দিতে হচ্ছে ভুক্তভোগীদের। সনদের জন্য অনেকের কাছ থেকে নানা অজুহাতে এক হাজার টাকা বা তার বেশিও নেওয়া হচ্ছে।
জন্মনিবন্ধন ও সংশোধন করতে সরকারি ফি ৫০ ও ১০০ টাকা। ভুক্তভোগীরা জানান, তবু এসব সনদের জন্য কয়েক গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, নাগরিক সেবার নামে দুর্নীতি ও ঘুষ লেনদেন চলছে। এসব অভিযোগ পাওয়া যায় চাঁদপুর মতলব উত্তর পশ্চিম জীব গাঁও এলাকার এক ভুক্তভোগীর মাধ্যমে।
সরেজমিনে দেখা যায়, সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করছে এমন অভিযোগ চাঁদপুর মতলব উত্তর নির্বাচন অফিসে থাকাকালীন অফিস পিয়ন বাসেদের বিরুদ্ধে। গত বুধবার (১১ডিসেম্বর) অভিযোগ করেন চাঁদপুর মতলব উত্তর মোল্লাবাড়ি নিবাসী মাহমুদা বেগম।তিনি বলেন, জন্মনিবন্ধন সংশোধন করতে আমার কাছ থেকে প্রথম ৩০ হাজার টাকা দাবি করে। তারপর আমি বলেছি আমি গরীব। আমার কাছে এত টাকা নাই।পরে ২০ হাজার টাকা দাবি করলে আমি রাজি হই। ২০ হাজার টাকা নিয়ে বলেছিল এক সপ্তাহ পরে দেবে। অথচ ১৫ দিন হয়ে গেল এখন বলছে হয়নি। টাকা কে নিয়েছে জানতে চাইলে বলেন,' চাঁদপুর মতলব উত্তর নির্বাচন অফিসের পিয়ন বাসেদ।বাসেদ ২০ হাজার টাকা নিয়ে সংশোধন করে দেয়!’
চাঁদপুর জেলা নির্বাচন অফিস কার্যালয়ের উপ-পরিচালক তোফায়েল বলেন,সরকারি ফি ছাড়া জন্মনিবন্ধন সংশোধন করতে কোনও অর্থ লেনদেন হয় না। অনলাইনের মাধ্যমে আবেদন আমাদের কাছে আসার দুদিনের মধ্যে সংশোধন অনুমোদন করে আবার পাঠিয়ে দেওয়া হয়। নির্বাচন অফিসে আসার কোনও প্রয়োজন নেই। এরপরও কারও খুব জরুরি প্রয়োজন থাকলে এখানে আসার সঙ্গে সঙ্গে অনুমোদন করে দেওয়া হয়। অর্থ লেনদেনের কোনও সুযোগ নেই।তিনি আরও বলেন, ‘নাগরিক সেবায় হয়রানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। নাগরিকদের প্রতিটি অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’