মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নৌভ্রমণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৫
Sangbad52

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নৌভ্রমণ অনুষ্ঠিত

 

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শনিবার সকালে একটি নৌভ্রমণের আয়োজন করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া এই নৌভ্রমণের উদ্দেশ্য ছিল সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা।

 

নদীর পাড়ের মনোরম পরিবেশে একদল উচ্ছ্বসিত সাংবাদিক দিনটি উপভোগ করেন। ভ্রমণটি আনন্দময় ও স্মৃতিমুখর করতে প্রায় সকল সদস্যই অংশগ্রহণ করেন।

 

উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান। তার দক্ষ পরিচালনায় পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। এছাড়াও, সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, প্রমুখ

 

এই নৌভ্রমণটি সাংবাদিকদের পেশাগত জীবনের বাইরে এক আনন্দঘন পরিবেশ তৈরি করে, যা তাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখে।