জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ
মোঃ সাখাওয়াত হোসেন মানিক সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি।
রোববার দুপুরে মুন্সীগঞ্জ পৌর ২ নং ওয়ার্ড শাখার আয়োজনে এই কর্মসূচিতে শহর বিএনপির যুগ্ম আহবায় ক কাজী আবু সুফিয়ান বিপ্লব ও জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল তুলে দেন অতিথিরা।
পরে জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া হয়।