মুন্সীগঞ্জ আদালতের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫
Sangbad52

মুন্সীগঞ্জ আদালতের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল তিনটার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এসব কম্বল বিতরণ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

 

তীব্র শীতের কারণে ঘুমাতে অনেক কষ্ট হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসব বিবেচনা করে আদালতের কর্মচারীদের মাঝে ৭০ টি কম্বল বিতরণ করেন। এ সময় নতুন কম্বল পেয়ে আদালতের অনেক কর্মচারীর মুখে হাসি দেখা গেছে।  

 

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নেজারতের দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান।

 

এ ব্যাপারে আদালত নেজারতের নাজির আবু হানিফ জানান, অতিরিক্ত শীতের কথা চিন্তা করে আমাদের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্যার আদালতের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেন।