পৌষের শেষ ক্রান্তি লগনে কেরানীগঞ্জ এর বিভিন্ন স্থানে সাক্রাইন ও বিভিন্ন উৎসব

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫
Sangbad52

পৌষের শেষ ক্রান্তি লগনে

কেরানীগঞ্জ এর বিভিন্ন স্থানে সাক্রাইন ও বিভিন্ন উৎসব

 

মোঃ কুতুব উদ্দিন 

ঢাকা

 

ঢাকা বিভিন্ন স্থানে পৌষের সাক্রাইন( ঘুরি উড়ানো উৎসব)

পুরান ঢাকায় শেষ হয়ে কেরানীগঞ্জ এর বিভিন্ন স্থানে চলছে এই আনন্দ উপভোগ এবং বিভিন্ন স্থানে মেলা পৌষ ক্রান্তিলগ্নে চলছে মেলা। এখানে হাজারো মানুষের ভিড় এই সাক্রাইন দেখার জন্যে। বহু দূর থেকে সাধারণ আনন্দ প্রিয় মানুষ ভিড় করেন।

 

প্রতি বছরের ন্যায় এই আনন্দ উপভোগ নিয়ে কাটে সাধারণ মানুষের আনন্দ। বিভিন্ন বয়সের নারী পুরুষ এই সাক্রাইন দেখার জন্যে জমায়েত হন।  

কেরানীগঞ্জ এর পানগাঁও মোটামুটি বেশ ঘোরাফেরা করার মত পরিবেশ আছে। হিন্দু সম্প্রদায়ের পূজা মন্দির ঘিরে মেলা বসে বিভিন্ন স্থানে অসংখ্য মানুডষ মেলায় ও অংশগ্রহণ করেন।