জলঢাকা থানায় অফিসার ইনচার্জ আরজু মো:সাজ্জাদের ফুলের চারা রোপন
মোঃ জসিনুর রহমান
নীলফামারী প্রতিনিধি:
নবনিযুক্ত অফিসার ইনচার্জ সাজিদুর রহমান (সাজ্জাদ) জলঢাকা থানার চতুরদিকেই ফুলের চারা রোপন করেন। তিনি কিছুদিন আগেই জয়েন করেছেন জলঢাকা থানায়, তিনি মনে করেন যে মানুষের মন যেমন ফুলের মত ঠিক তেমন করে জলঢাকা উপজেলার মানুষ গুলোর ফুলের মতো মনগুলো সাজাতে চান তিনি। কিন্তু হলো না আর সাজানো হঠাৎ ঠিক সপ্তাহখানেক এর মধ্যে
আবারও বদলি যা মেনে নেওয়ার মতো নয় তবুও যেতে হয়। তবে অফিসার ইনচার্জ সাজ্জাদ বলেন আমি যদি দীর্ঘদিন জলঢাকা থানায় কাজ করার সুযোগ পেতাম সব ধরনের মাদক, জুয়া, চুরি সকল ধরনের দুর্নীতি অনিয়মকে রুখে দিতে সক্ষম হতাম এতটুক বলতে পারি আমি।
কিন্তু মনে অনেক আশা নিয়ে আশা এই অফিসার ইনচার্জ থাকা হলো না আর জলঢাকা থানায়। তেনার এই মহৎ কাজ দেখে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মিরাজুর রহমান মিরাজ সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটি। এবং শুভেচ্ছা জানান জনপ্রিয় মানবাধিকার কর্মী আল আমিন ইসলাম, জসিনুর রহমান, এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেক্রেটারি ও ফুলের চারা রোপনকালে উপস্থিত ছিলেন সিনিয়র এসআই আবু হাসান, মতিউর রহমান ও কনস্টেবল নুর আলম ইসলাম,এবং শুভেচ্ছা জানান জলঢাকা থানার কর্মরত অফিসাররা।
।