বাংলাদেশ শিল্পকলায় "সাধুমেলা" মানুষ ভজলে সোনার মানুষ হবি

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫
Sangbad52

বাংলাদেশ শিল্পকলায় "সাধুমেলা"

মানুষ ভজলে সোনার মানুষ হবি

 

মোঃ কুতুব উদ্দিন 

ঢাকা

 

প্রতি মাসের পূর্ণিমা তিথী তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা এই সাধুমেলা পালন করেন,শিল্পকলা মহাচালক উপস্থিত থেকে অনুষ্ঠানটি 

পরিচালনা করেন।

 

এবারের সাধুমেলা ৬১তম পর্ব,অসংখ্য সাধু বাউল ফকির শিল্পী উপস্থিত হন এই সাধুমেলায়।

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সাধু বাউল ফকির শিল্পী আসেন বাংলাদেশ শিল্পকলা আয়োজিত এই বাউল সাধু ফকির দের নিয়ে সাধুমেলায়।

 

লালন ঘরানার বিভিন্ন বাউল শিল্পীদের মধ্যে কুষ্টিয়া থেকে ফকির বলাই শাহ,

মেহবুব সূফিয়ান,আরও বিভিন্ন জেলা থেকে আয়নাল হক বাউল, এলিজা পুতুল,সাইফুল ইসলাম শাহীন,গরীব মুক্তার,ফারজানা ইভা,রুমাবাউল ,আফসানা হক ইমু,

উপমা আক্তার বৃস্টি,করিম বাউল,এম আর মানিক, ক্ষ্যাপা বিদ্যুৎ প্রমূখ।