মুন্সীগঞ্জে অসহায় দরিদ্র শীতার্ত এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৫
Sangbad52

মুন্সীগঞ্জে অসহায় দরিদ্র শীতার্ত এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে তীব্র শীতে অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপি। দলটির উদ্যোগে এক হাজার শীতার্ত অসহায় দরিদ্র পরিবারের মাঝে কম্বল পৌছে দেয়া হয়েছে । মঙ্গলবার বিকালে সদর উপজেলার চরাঞ্চলের শিলই ইউনিয়ন পরিষদ মাঠে এসব কম্বল বিতরণ করা হয় । । শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি সেকান্দর বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী শাহিন বেপারীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, শিলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ সালাউদ্দিন ফারুক,সদর উপজেলা বিএনপি আহবায়ক সদস্য মোঃ শাহআলম বেপারি,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন সরকার , সহ-সভাপতি মনির মাঝি, বাবুল হোসেন চৌকিদার, সিদ্দিকুর রহমান ভূইয়া, বেলাল হোসেন বেপারি, যুগ্ম সম্পাদক আমিনুল হক,কামরুল হাসান, দপ্তর সম্পাদক খায়রুদ্দিন বেপারি, কৃষকদলের সভাপতি নাসির উদ্দিন মোল্লা সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম মাঝি,,সাবেক সাধারণ সম্পাদক খালেদ হোসেন বেপারি, শ্রমিক দলের সভাপকি রাজীব উদ্দিন। প্রমুখ 

কম্বল বিতরণ কালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ছাড়াও স্থানীয় বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্বা আব্দুল হাই সহ অসুস্থ্য সকল বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।