মুন্সীগঞ্জে ৩৬ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার

নিউজ ডেস্ক | সংবাদ ৫২.কম
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৫
Sangbad52

মুন্সীগঞ্জে ৩৬ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার

 

তুষার আহাম্মেদ -  মুন্সীগঞ্জ: পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় পুলিশের অভিযানে ৩৬ বোতল ফেনসিডিলসহ ২ জন আসামি গ্রেফতার।

 

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে কুমার ভোগ ইউনিয়নের কুমার ভোগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন—স্বাধীন (২২), পিতা মোঃ মফিজুল হোসেন, সাং রুদ্রপুর, কাইবা ইউনিয়ন, শার্শা থানা, যশোর; এবং মোঃ হাকিম মীর (২২), পিতা মোঃ মিন্টু মীর, সাং কুমার ভোগ, পদ্মা সেতু (উত্তর), মুন্সীগঞ্জ।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় আসামিদের কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিদের থানায় হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পুলিশের এই ধরনের তৎপরতা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।