অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৫:৪২
থাইল্যান্ডে জমজমাটভাবে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর, যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) ঘোষণা করা হবে কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর কাঙ্ক্ষিত মুকুট। এর আগে প্রতিযোগীদের প্রতিদিনই অংশ নিতে হচ্ছে নানা রাউন্ড, সেশন ও মূল্যায়নে। বুধবার (১৯ নভেম্বর) ন্যাশনাল কস্টিউম রাউন্ডে ১২১টি দেশের প্রতিযোগীরা নিজ নিজ সাংস্কৃতিক পোশাকে মঞ্চে হাঁটেন। মিথিলা সেখানে হাজির হন বাংলাদেশের নারীদের চিরায়ত পোশাক—শাড়ি—এর অসাধারণতম রূপে। তিনি বেছে নিয়েছেন সাদা জামদানি শাড়ি, যার মোটিফে ফুটে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সামাজিক মাধ্যমে তিনি শেয়ার করেছেন এই লুকের মনোমুগ্ধকর ছবি। ক্যাপশনে মিথিলা লিখেছেন, “মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম—‘দ্য কুইন অব বেঙ্গল’।” তিনি জানান, ঐতিহ্যবাহী ও রাজকীয় এই জামদানি বাংলার ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত প্রতীক।
বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে দর্শকদের প্রতিক্রিয়া জানতে গিয়ে মিথিলা বলেন, “ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি, সবার ভালো লেগেছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয়, ন্যাশনাল কস্টিউমে বাংলাদেশকে আগে কেউ এভাবে দেখায়নি।” তিনি আরও জানান, তার পারফরম্যান্স ভালো হয়েছে এবং সবাই প্রচুর প্রশংসা করেছেন। স্টেজ থেকে নামার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন মিথিলা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আজকে খুব কান্না আসছে। মঞ্চে নিজের দেশকে উপস্থাপন করার অনুভূতি—এটা ভাষায় বোঝানো যায় না। এটা অনেক সাহস আর শক্তির ব্যাপার।” মিস ইউনিভার্সের এই রাউন্ডে মিথিলার আত্মবিশ্বাস, উপস্থাপনা এবং জামদানির রাজকীয় উপস্থিতি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে আরও উজ্জ্বল করে তুলেছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ