২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনদের মাঝে শিবিরের উপহার বিতরণে শিক্ষার্থীদের উচ্ছ্বাস


মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ মাঠ আজ মঙ্গলবার সকাল নয়টা থেকেই নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ উপলক্ষে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান, যেখানে অংশ নেয় বিভিন্ন ছাত্র সংগঠন। নবীনদের স্বাগত জানাতে এসব সংগঠন নানা উপহারও বিতরণ করে।

এর অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হরগঙ্গা কলেজ শাখা প্রায় ১,৪০০ জন নবীন শিক্ষার্থীর হাতে তুলে দেয় উপহার সামগ্রী। উপহারগুলোর মধ্যে ছিল ইসলামিক বই, স্টিকার, কলম, নতুন বছরের ক্যালেন্ডার ও দৈনন্দিন জীবনের রুটিন। এসব উপহার শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।

উপহার পেয়ে নবীন শিক্ষার্থীরা বলেন,
“শিবিরের কাছ থেকে এমন সুন্দর আয়োজন আমাদের ভালো লেগেছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ আশা করি।”

কলেজের একজন জ্যেষ্ঠ শিক্ষক জানান,
“শিবিরের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য ইতিবাচক। তাদের এ ধরনের কাজ অব্যাহত থাকুক।”

হরগঙ্গা কলেজ শিবিরের সেক্রেটারি আজিজুল হাকিম বলেন,
“নবীনদের জন্য আমাদের এই উপহার একটি ছোট প্রয়াস। সামনে আরও সুসংগঠিতভাবে নতুন চিন্তা ও উদ্যোগ নিয়ে আসবো।”

নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো কলেজ মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ