অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ নভেম্বার ২০২৫, সময়ঃ ১২:১৪
১৫ বিশ্ববিদ্যালয়ের ৩০০+ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংক্ষিপ্ত তথ্যচিত্র বিভাগের বিচারক ছিলেন মুন্সিগঞ্জের রায়হান আহমেদ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) ডেভেলপমেন্ট লিডার্স ক্লাব (বিইউএলএলসি) আয়োজিত তিন দিনব্যাপী প্রতিযোগিতা ‘ডেভথন ৬.০’ সফলভাবে সমাপ্ত হয়েছে। এতে ১৫টি বিশ্ববিদ্যালয় থেকে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সংক্ষিপ্ত তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুন্সিগঞ্জের সন্তান ও ‘আমার বিক্রমপুর’-এর প্রধান আলোকচিত্রী রায়হান আহমেদ। ইভেন্টটি গত ১৬ থেকে ১৮ নভেম্বর ঢাকার মিরপুর সেনানিবাসে বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার তিনটি বিভাগে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। উন্নয়ন মামলা প্রতিযোগিতা বিভাগে ৭০টির বেশি দল অংশ নেয়, যেখানে বাস্তব উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিযোগীরা উপস্থাপন করেন উদ্ভাবনী কৌশলগত প্রস্তাবনা। সংক্ষিপ্ত তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ছিল সবচেয়ে আকর্ষণীয়, যেখানে ১৫ বিশ্ববিদ্যালয়ের ৩০০+ অংশগ্রহণকারী সামাজিক প্রভাবমুখী ভিজ্যুয়াল গল্প বলার দক্ষতা প্রদর্শন করেন। সৃজনশীল ডিজিটাল প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণকারীরা ডিজিটাল মিডিয়ার সৃজনশীল ব্যবহারের মাধ্যমে উন্নয়ন বিষয়ে প্রচারণা চালানোর উদ্ভাবনী দক্ষতা দেখান। দেশ-বিদেশে শতাধিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী রায়হান আহমেদ পূর্বেও নানা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউপি’র কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহেদুল ইসলাম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ