অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ নভেম্বার ২০২৫, সময়ঃ ১০:৫৭
মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরির একটি কাভার্ড ভ্যানের চাপায় আকলিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় পেয়ারা বেগম (৫০) গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ–শ্রীনগর সড়কের হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম সিরাজদিখান উপজেলার খোরশাই গ্রামের মৃত সেরাজুল শেখের স্ত্রী। আহত পেয়ারা বেগম একই উপজেলার দেবপোড়া গ্রামের মৃত আফজাল শেখের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, দুই নারী সিরাজদিখান থেকে হাতিমারা মেলায় কাপড় কিনতে আসেন। মেলার কাছে রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানটি তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে পেয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ