তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সংকট-সংগ্রামে সাফল্য’ বৃহস্পতিবার মুক্তি


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে নির্মিত ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র ‘সংকট-সংগ্রামে সাফল্য’ আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনলাইনে মুক্তি পাচ্ছে। তার বর্ণাঢ্য জীবনের নানা দিক, রাজনৈতিক সংগ্রাম এবং ভবিষ্যত ভাবনার ওপর ভিত্তি করে নির্মিত এই তথ্যচিত্রে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও স্টুডিও আলোচনাও স্থান পেয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটি নির্মিত হয়েছে।

তথ্যচিত্রে দেশের বরেণ্য রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিচারপতি, মানবাধিকারকর্মী, সংগীতশিল্পীসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্ব তারেক রহমানের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন। পাশাপাশি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ও সংগ্রামও এতে তুলে ধরা হয়েছে।

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নির্মিত এই তথ্যচিত্রে তার রাজনীতি, ত্যাগ, অতীতের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির সমন্বিত মূল্যায়ন তুলে ধরা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের কয়েকজন বিশিষ্ট সাংবাদিকও তথ্যচিত্রের নির্মাণে সম্পৃক্ত ছিলেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ