চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে ‘ভবিষ্যতে গলার কাঁটা’—১২ দলীয় জোটের আশঙ্কা


চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তরের সিদ্ধান্তকে ‘ভবিষ্যতে গলার কাঁটা’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তারা বলেন, অস্বাভাবিক দ্রুততায় চট্টগ্রামসহ দেশের বন্দরগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া জাতীয় স্বার্থবিরোধী এবং দেশের ভঙ্গুর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে।

নেতাদের দাবি, বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তারা অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী সরকারের মতো বর্তমান সরকারও দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশবিরোধী চুক্তি বাস্তবায়নের পথে হাঁটছে, যা জনমত ও জনআকাঙ্ক্ষার পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনরোষ আরও তীব্র হবে। সরকারকে অবিলম্বে বন্দর বিদেশিদের কাছে হস্তান্তরের ‘চক্রান্ত’ থেকে বিরত থাকার আহ্বান জানায় জোট। অন্যথায় তাঁরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, অধ্যাপক নুরুল আমিন বেপারী, লায়ন ফারুক রহমান, শামসুদ্দিন পারভেজ, মাওলানা আব্দুর রকিব, আবুল কাশেম, ফিরোজ মো. লিটন ও এম এ মান্নান।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ