অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৫:৫১
মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম মাত্রার সার ব্যবহারের ওপর একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় গজারিয়া উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন ও বাস্তবায়ন করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। কৃষকদের জমির মাটির উপযোগিতা অনুযায়ী সঠিক সার ব্যবহারের কৌশল, মৃত্তিকা নমুনা সংগ্রহের সঠিক নিয়ম, মাটির স্বাস্থ্য রক্ষা এবং ফলন বৃদ্ধির বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন: ফারজানা শাহরিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, মুন্সীগঞ্জ। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন হাসিনা তাসনিম মৌটুসী, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, মুন্সীগঞ্জ, মোহাম্মদ হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার, গজারিয়া, মুন্সীগঞ্জ।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ