অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৫:৪৮
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দেওয়া রায় প্রতিশোধ নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জাতির অঙ্গীকারের প্রতিফলন। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, “এই রায় কোনো ধরনের প্রতিশোধ নয়। এটি ন্যায়বিচারের জন্য জাতির যাত্রা। এই রায় প্রমাণ করেছে, অপরাধী যত বড়ই হোক বা যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়।” তিনি আরও বলেন, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যেখানে প্রতিটি অপরাধীকেই জবাবদিহির মুখোমুখি হতে হয়। আন্তর্জাতিক মান ও প্রথা মেনে মানবতাবিরোধী অপরাধের মতো জটিল মামলার বিচার করার সক্ষমতা বাংলাদেশের রয়েছে এবং এই রায় সেই সক্ষমতারই প্রমাণ। তাজুল ইসলাম আরও বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ আন্তর্জাতিক যেকোনো আদালতের মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার মতো শক্তিশালী। “বিশ্বের যেকোনো আদালতে এই প্রমাণ পেশ করা হলে আসামিদের একই শাস্তিই হতো,” যোগ করেন তিনি।
রায়ের ফলে চব্বিশের জুলাই-আগস্টে স্বৈরশাসন বিরোধী আন্দোলনে নিহত এক হাজার চারশত তরুণের পরিবারের স্বস্তি আসবে বলে আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে জাতিকে বিচারহীনতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ প্রচেষ্টাই তাদের সাফল্য। এর আগে, চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দেন।
একই মামলায় দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ