বিপিএল থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল


বাংলাদেশ ক্রিকেটের এক যুগের নির্ভরযোগ্য মুখ তামিম ইকবাল এবার সরে দাঁড়ালেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট থেকে। টুর্নামেন্ট শুরুর পর থেকে প্রতিটি আসরে খেলা দেশের এই সফল ওপেনার নিজেই প্লেয়ার্স ড্রাফট থেকে নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন। রোববার (১৬ নভেম্বর) ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তামিম জানান, আসন্ন বিপিএলের ড্রাফটে তার নাম না রাখার জন্য শাহরিয়ার নাফীসকে তিনি অনুরোধ করেছেন। ফলে আগামী ২৩ নভেম্বরের নিলামে থাকছে না বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনারের নাম। ২০১২ সালে বিপিএল শুরুর পর থেকে ব্যাট হাতে নিয়মিত পারফরম্যান্স, নেতৃত্বের দক্ষতা এবং কৌশলগত স্থিরতা দিয়ে তামিম হয়ে উঠেছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম প্রধান তারকা। বিশেষ করে ফরচুন বরিশালের টানা দুই শিরোপা জয়ের পেছনে ছিল তার উল্লেখযোগ্য অবদান।

 

তবে এবার তার সরে দাঁড়ানো ছিল অনেকটাই অনুমেয়। ২০২৪ সালের মার্চে হৃদরোগজনিত জটিলতার পর তামিমের ক্রিকেটজীবন নতুন এক রুটিনে আবদ্ধ হয়েছে। পুনর্বাসন, বিশ্রাম এবং স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন এখন তার প্রধান অগ্রাধিকার। এর পাশাপাশি, যে বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি নিয়মিত খেলতেন, তারা প্রস্তুতিহীনতার কারণে এবারের বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছে। এতে তামিমের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে যায়। এ ছাড়া ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার তার আগ্রহও নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে তাকে। বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার উদ্যোগ নেওয়ার পর ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগের প্রেক্ষিতে সরে দাঁড়ানো ঘটনাটি ইঙ্গিত দেয় যে মাঠের বাইরের প্রসঙ্গও তামিমের ভাবনায় জায়গা করে নিচ্ছে। ৩৬ বছর বয়সী তামিম প্রতিযোগিতামূলক ক্রিকেটে কবে ফিরবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে বিপিএল থেকে সরে দাঁড়ানো তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ মোড়—এমনকি হয়তো একটি সমাপ্তি-ইঙ্গিতও। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যার ব্যাটিং ছিল দীর্ঘদিনের অনুপ্রেরণা, সেই তামিম এখন সময় নিচ্ছেন নিজেকে নতুনভাবে প্রস্তুত করার।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ