অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৫৯
মুন্সীগঞ্জের শ্রীনগরে জোর করে জমি দখলের প্রদিবাদে সংবাদ সম্মেলন করেছে এক প্রবাসীর স্ত্রী। রবিবার বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার ছোট দুই কন্যা সন্তান নিয়ে উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার আলমপুর মৌজার আরএস ১৫৭০ খতিয়ানের ৬৪২ দাগের প্রায় সাড়ে তের শতাংশ জমির ক্রয়সূত্রে তারা মালিক। এই জায়গা তারা আলমপুর হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের জমিদাতা হোসেন আলীর পুত্র বদরুল আলমের দুই ছেলের কাছ থেকে ক্রয় করেছেন। হোসেন আলীর ভাই হাসেন আলীর ওয়ারিশ হিসাবে জমির ক্রেতা-বিক্রেতা পরস্পর শরিক হওয়ায় জায়গাটি তারা ক্রয় করেন। কিন্তু স্কুলের বর্তমান আহবায়ক কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রিতা। তিনি প্রভাব খাটিয়ে আমাদের জায়গা থেকে বেদখলের চেষ্টা শুরু করলে আমরা আদালতে মামলা দায়ের করি। মুন্সীগঞ্জ আদালতে মামলা নং ৫৯৪/২০২৫। আলত এই মামলায় নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ম্যানেজিং কমিটি নিষেধাজ্ঞা না মেনে জোর করে জায়গা দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে আলমপুর গ্রামের প্রবাসী নুরুজ্জামানের স্ত্রী শরীফুল নাহার বেবী দাবী করেন,পুলিশ,সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিষেধ করলেও তাদের কথা আমলে নিচ্ছে না। উল্টো স্কুলের ছাত্রদের দিয়ে মব তৈরি করার হুমকি প্রদান করছে। এই বিষয়ে তিনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ