অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৪৮
বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝরনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভ্রমণে আসা ঢাকার ১৭ পর্যটকের মধ্যে এক যুবক পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ পর্যটকের নাম মো. ইকবাল হোসেন (২৫)। তিনি ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকার বাসিন্দা। সঙ্গীদের সঙ্গে নাফাখুম জলপ্রপাতে ঘুরতে গিয়ে পা পিছলে তিনি পানিতে পড়ে যান এবং এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। স্থানীয় যুবক লুমেন খুমী জানান, পর্যটকরা স্থানীয় কোনো গাইড ছাড়াই ঝরনা এলাকায় প্রবেশ করেছিলেন—যা দুর্গম এ এলাকায় ঝুঁকিপূর্ণ। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করেছে। থানচি থানার ওসি নাছির উদ্দীন মজুমদার বলেন, “উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। নিখোঁজ পর্যটককে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।” ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জয় চন্দ্র দাস জানান, ফায়ার লিডার তরুণ জ্যোতি বড়ুয়ার নেতৃত্বে দলটি উদ্ধার কার্যক্রমে যুক্ত রয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ