অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৪৪
চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে তীব্র সংঘর্ষের প্রসঙ্গ টেনে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেন, “এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে মে মাসে পাকিস্তানের শত্রুরা ধুলো কামড়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, এর সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে।”
রোববার (১৬ নভেম্বর) পাকিস্তান সফররত জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে তিনি এ মন্তব্য করেন।
আকাশের দিকে আঙুল তুলে মুনির বলেন,
“আমি পাকিস্তানকে জয়ের দিকে নিয়ে যাইনি, আল্লাহই করেছেন।”
তিনি আরও বলেন, মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তান যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল, ভবিষ্যতে কোনো আগ্রাসনের ক্ষেত্রেও একইভাবে কঠোর জবাব দেওয়া হবে।
ফিল্ড মার্শাল কোরআনের উদ্ধৃতি টেনে বলেন, আল্লাহ বিশ্বাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন—বিশ্বাস ও দৃঢ়তায় তারা যেকোনো শক্তিশালী শত্রুকেও পরাজিত করতে সক্ষম। তার দাবি, মে মাসের যুদ্ধেই পাকিস্তান এর বাস্তব প্রমাণ দিয়েছে।
এর আগে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় নয়াদিল্লি পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ করে। পাকিস্তান তা অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে ৫ ও ৬ মে ভারতের যুদ্ধবিমান পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়—অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিন্দুর’। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ নামে পাল্টা হামলা পরিচালনা করে এবং বিভিন্ন অঞ্চলে ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনায় আঘাত হানে।
দুই পারমাণবিক শক্তিধর দেশের এ সংকটের অবসান ঘটে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। যুদ্ধের কিছুদিন পর পাকিস্তান সরকার সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয়, যুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিস্বরূপ।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ