অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৩৫
ফেনীর ট্রাংক রোডের মুক্ত বাজার এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) ভোরে স্থানীয়রা স্মৃতিস্তম্ভে আগুনের চিহ্ন দেখতে পেয়ে বিষয়টি প্রথম শনাক্ত করেন। যদিও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, স্মৃতিস্তম্ভের ফ্লোরের কিছু অংশ এবং কয়েকটি অক্ষর আগুনে আক্রান্ত হয়ে পুড়ে গেছে। তাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লোকজন জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এমন নাশকতা ঘটিয়ে থাকতে পারে।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেরোসিন ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ