অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৩২
টনাটনি আর অদ্ভুত ঘটনার ভিড়ে ভরা এই পৃথিবীতে মাঝেমধ্যে এমন কিছু ঘটে যা বিশ্বাসের সব সীমা ছাড়িয়ে যায়। এরকমই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে—এক নারী থানায় গিয়ে জিনের বিরুদ্ধেই ধর্ষণের মামলা দায়ের করেছেন।
রোববার (১৬ নভেম্বর) পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডন এ এমন বিস্ময়কর তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের ভাদর গ্রামের ওই ৪০ বছর বয়সী নারী কাকরালি থানায় স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। তবে তার দাবি—স্বামী নন, বরং তার ওপর ‘ভর করা জিন’ তাকে ধর্ষণ করে!
গত বৃহস্পতিবার দায়ের করা এফআইআর অনুযায়ী, ধর্ষণের অভিযোগ (পাকিস্তান পেনাল কোডের ৩৭৬ ধারা) নিবন্ধন করেছে পুলিশ।
নারীটি অভিযোগ করেন, ১৮ বছর বয়সী স্বামী তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছে, তবে তিনি দাবি করেন—স্বামীর শরীর দখল করে নেওয়া জিনই তাকে এমন কাজ করায়। তার ভাষায়,
“আদিল নামে এক জিন আমার প্রেমে পড়েছে।”
অভিযুক্তের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওই জিন যৌনসম্পর্ক না হওয়া পর্যন্ত স্বামী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না বলেও দাবি করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, বারবার এমন ঘটনার ফলে তার সংসারজীবন ধ্বংস হয়ে গেছে। তিনি স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
পাকিস্তানে জিনের প্রভাবে অপরাধ সংঘটনের অভিযোগ খুব সাধারণ নয়, তবে বিরলও নয়। চলতি বছরের সেপ্টেম্বরে লাহোর হাইকোর্টে নিখোঁজ এক নারীকে নিয়ে করা আরেক মামলায় ভুক্তভোগীর শ্বশুরবাড়ির দাবি ছিল—তাদের পুত্রবধূকে একটি জিন অপহরণ করেছে।
ঘটনাটি এখন স্থানীয় মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ