মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে টংগিবাড়ী উপজেলার উত্তর বেতকা এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে এসআই (নিরস্ত্র) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বেতকা বাজার আড়ৎ পট্টি সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে শামীম শিকদার (৩৯)–কে আটক করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা (বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা) ও সাদা জিপারে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ২ গ্রাম, মূল্য প্রায় ৬ হাজার টাকা) উদ্ধার করা হয়।
উপস্থিত সাক্ষীদের সামনেই উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। গ্রেফতার শামীম শিকদারের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অফিস ডেস্ক