ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে লড়ির ধাক্কায় কাভার্ড ভ্যান উল্টে দু'জন আহত


 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের জামালদি স্ট্যান্ড এলাকায় লড়ির ধাক্কায় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম ৫১২২০৭) উল্টে দুমড়ে-মুচড়ে গেছে। এতে ভ্যানের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছে। শনিবার (১৫ ই নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-গামী লেনে মেঘনা সেতুর ঢালে উপজেলার জামালদি স্টান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  আহত কাভার্ড ভ্যানের চালক শাহাবুদ্দিন (২৭), হেলপার ইয়াসিন (১৮)  নারায়ণগঞ্জের চিটাগাং রোডের হাউজিং ছাপা কারখানা ও সিদ্ধিরগঞ্জ এলাকায়  আটি গ্রামের বাসিন্দা। 
 

দুর্ঘটনার পর সকাল ১১টা পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী একটি লেনের এক পাশ বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও রেকার গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান অপসারণ করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত লড়িটি জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানটিও রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ, লড়িটি ওয়ালটন কোম্পানির মালামাল চট্টগ্রাম থেকে চান্দুরা এলাকায় যাবার উদ্দেশ্যে ঢাকায় দিকে রওনা হলে পথে দূর্ঘটনা ঘটে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ