মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত


রাজধানীর নিকটবর্তী জেলাগুলোর মধ্যে অন্যতম মুন্সীগঞ্জ। মাত্র ২২ কিলোমিটার দূরত্ব হওয়া সত্ত্বেও ঢাকা–মুন্সীগঞ্জ রুটে দুর্বল যোগাযোগব্যবস্থা ও তীব্র যানজটে প্রতিদিন হাজারো মানুষ ভোগান্তির শিকার। এই বাস্তব পরিস্থিতির প্রেক্ষিতে মেট্রোরেল এমআরটি-২ প্রকল্পে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের মুক্তারপুরকে যুক্ত করে পরিকল্পনা সংশোধন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ। বক্তব্য রাখেন সদস্য সচিব বিশিষ্ট ব্যাংকার মোঃ সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুর রহমান, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ভুইয়া, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জল, নিসচা সভাপতি আতিকুর রহমান টিপু, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক তানভির হাসান, গুলজার হোসেন, অধ্যাপক রহমতউল্লাহ জুয়েল, কবি সাইফুল্লাহ ভুইয়া, বিএসপি সভাপতি শাহ মোঃ আব্দুল বারী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমান উল্লাহ, সাংস্কৃতিক সংগঠক অভিজিৎ দাস ববি, জাহাঙ্গীর ঢালী, ব্যবসায়ী মিজানুর রহমান, সাংবাদিক মাসুদ রানা, হুমায়ুন প্রমুখ।

 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, দৈনিক মুন্সীগঞ্জের সময় সম্পাদক মাঈনুদ্দিন সুমন, ব্যবসায়ী আনিসুর রহমান, জাকির হোসেন মৃধা প্রমুখ। বক্তারা বলেন, মেট্রোরেল প্রকল্পে মুক্তারপুর সংযুক্ত হলে প্রতিদিনের ভোগান্তি কমে যাবে। বর্তমানে মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ি, সিরাজদিখান এবং পার্শ্ববর্তী মাদারীপুর ও শরীয়তপুরের লক্ষাধিক মানুষ ঢাকায় যেতে ৪-৫ ঘণ্টা সময় ব্যয় করতে বাধ্য হন। মেট্রোরেল চালু হলে যাতায়াত সময় কমে আসবে, ঢাকায় জনসংখ্যার চাপ হ্রাস পাবে, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তারা আরো জানান, এই ন্যায্য দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আরও ব্যাপক কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, একই সময়ে মুক্তারপুর সেতু, জেলা প্রশাসক কার্যালয়সহ সদর এলাকার বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে, ৫ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ