মুন্সিগঞ্জের কৃতি সন্তান তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারের জেলা প্রশাসক পদে নিয়োগ


মুন্সিগঞ্জ জেলার মেধাবী, নীতিবান ও সাফল্যগাঁথা প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার জেলায়। খবরটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে।

তৌহিদুজ্জামান পাভেল মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার সন্তান। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট শামসুজ্জামান মানিকের কনিষ্ঠ পুত্র। মুক্তিযোদ্ধা পরিবারের চেতনা, শিক্ষার প্রতি পরিবারিক অনুপ্রেরণা এবং নৈতিক মূল্যবোধকে লালন করে বড় হওয়া পাভেল কর্মজীবনের শুরু থেকেই সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বাক্ষর রেখে আসছেন। একজন দক্ষ ও মানবিক প্রশাসক হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। উন্নয়ন, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সেবামূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয়তা ও আন্তরিকতা সর্বত্র প্রশংসিত। মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণে স্থানীয় উন্নয়ন কার্যক্রম, সুশাসন এবং জনসেবা আরও সমৃদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল। তাঁর এ কৃতিত্বে মুন্সিগঞ্জবাসীসহ সর্বস্তরের মানুষ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্ব পালনে তাঁর সার্বিক সাফল্য কামনা করেছেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ