অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৫:২৩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৮নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের সমর্থন চান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দেন। এ সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। গণসংযোগে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাকন মিজি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল শেখ, যুগ্ম আহ্বায়ক রিয়াদ মিয়া, সাবেক সভাপতি মাসুদ মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মামুন জমাদার, স্বেচ্ছাসেবক দল নেতা মানিক সর্দারসহ ওয়ার্ডের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সদস্য সচিব কাকন মিজি বলেন, “ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল বিভিন্ন টিমে বিভক্ত হয়ে প্রতিটি ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছে। জনগণ এখনো ধানের শীষকে আগের মতোই ভালোবাসে। আমরা আশাবাদী, আসন্ন নির্বাচনে ১২নং চান্দ্রা ইউনিয়নে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।”
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ