পিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শফিকুর রহমানকে সংবর্ধনা


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমানের বিদায় অনুষ্ঠান এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শাহজাহান মাস্টার। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রিয় শিক্ষক শফিকুর রহমানকে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে সাজানো গাড়িতে তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়—যা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

 

বিদায়ী শিক্ষক শফিকুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এমন ভালোবাসা আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।” প্রধান শিক্ষক শাহজাহান মাস্টার বলেন, “গত আট বছরে শফিকুর রহমান স্যারের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।” উল্লেখ্য, জনাব শফিকুর রহমান ২০১৭ সাল থেকে পিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ