অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৬:৪৬
রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বুধবার (১২ নভেম্বর) সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিটের কারণে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও জানান, আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে গেলেও বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেছে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাসলিমা আক্তার বলেন,
“এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে গাড়িতে আগুন ধরে যায়। ড্রাইভার গাড়ি থামিয়ে পাশে রেখে দ্রুত নিরাপদে সরে যায়। আমরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভারকে না পেলেও পরে তার সঙ্গে যোগাযোগ হয়েছে।”
ঘটনাটি ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে সাময়িক বাধা সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায় বলে জানায় পুলিশ।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ