ময়মনসিংহে ঘরে ঢুকে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা


ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঘরে ঢুকে এক পরিবারের দুই সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পরিবারের অপর সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার ভুবনপুরা হামিলখা গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন—রতন মিয়া (৩৩) এবং তার সাত বছর বয়সী মেয়ে নুরিয়া আক্তার। গুরুতর আহত রতনের স্ত্রী জুলেখা আক্তার (২৭) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে রতনের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে যান। সেখানে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় রতন ও তার মেয়েকে পড়ে থাকতে দেখেন। রতনের মরদেহ ঘরের মেঝেতে এবং মেয়ের মরদেহ খাটের ওপর পাওয়া যায়। পাশেই গুরুতর জখম অবস্থায় পড়ে ছিলেন রতনের স্ত্রী জুলেখা। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম বলেন,

“ঘটনার সত্যতা নিশ্চিত করছি। বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। প্রতিবেশীরা বলছেন, রতন মিয়া পেশায় কৃষক ছিলেন এবং কারও সঙ্গে তার পারিবারিক বা সামাজিক বিরোধের খবর জানা নেই। পুলিশ প্রাথমিকভাবে হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী হত্যার রহস্য উদ্ঘাটনে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ