সিএমপি কমিশনারের কড়া নির্দেশ: অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ার করে হত্যা করুন


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ মঙ্গলবার (১১ নভেম্বর) শহরে সশস্ত্র ও অস্ত্রধারী সন্ত্রাসী/অপরাধী দলের উপস্থিতি মেললে তাদের সম্পর্কে ‘ব্রাশফায়ার’ চালিয়ে হত্যা করার মৌখিক নির্দেশনা দিয়েছেন। তিনি একই সঙ্গে টহল ও থানা পুলিশকে সশস্ত্র ও অভিযোজিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

কমিশনার হাসিব আজিজ বেতার বার্তায় সিএমপির সকল সদস্যকে উদ্দেশ্য করে বলেন, টহল টিমগুলো ‘শটগান’ এবং ‘চায়না রাইফেল’ ব্যবহার করবেন না; এখন থেকে এসএমজি (এসএমজি) ব্রাশফায়ার মোডে থাকবে। তিনি আরও বলেন, টহলকে এসএমজি ছাড়াও দু’টি গ্যাসগান এবং টিম ইনচার্জকে নাইন এমএম পিস্তল বহন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনার জানান, শহরের স্থায়ী চেকপোস্ট বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন — যেগুলো বর্তমানে সাতটি ছিল, সেগুলো বাড়িয়ে তেরোটি করা হবে। এছাড়া যে কোনো দায়-দায়িত্ব তিনি নিজে বহন করবেন বলে নিশ্চয়তা দিয়েছেন।

হাসিব আজিজ সংবাদদাতাদের বলেন, “অস্ত্রধরী সন্ত্রাসী-অপরাধীরা চট্টগ্রামকে আবার অন্ধকার জাহেলিয়াতের যুগে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে — এটা আমরা হতে দেব না। এজন্য যদি কয়েকটিকে মেরে ফেলতে হয়, মেরে ফেলব; কিন্তু চট্টগ্রামকে সেই অন্ধকার যুগে ফিরতে দেওয়া হবে না।” তিনি তাঁর নির্দেশ বাস্তবায়নের জন্য “যা যা করণীয় আমরা সবই করব” বলে জানান।

কমিশনার একজন ব্যক্তিগত উদাহরণও তুলে ধরেন — বলেন, সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিলো, কিন্তু তারা বেশি দিন কারাগারে থাকেননি; কয়েক সপ্তাহ পর জামিনে বেরিয়ে আসেন। এ কারণেই কঠোর কর্মপরিকল্পনার প্রয়োজন দেখা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

একই সময়ে হাসিব আজিজ দাবি করেন, ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে দেখা হচ্ছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা থাকার পরও তারা কার্যক্রম চালালে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে — “তাদের গুলি করা হবে না,” তিনি যোগ করেন।

চট্টগ্রাম সিএমপি প্রশাসন জানিয়েছে, নির্দেশনার অংশ হিসেবে তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা সদৃঢ় করতে নতুন চেকপোস্ট স্থাপন অগ্রাধিকার পাবে। কমিশনারের এই নির্দেশিকা শহরে অতিরিক্ত নিরাপত্তা-উপকরণ ও মোতায়েন নিয়ে জনসাধারণের মধ্যে উদ্বেগ-আশঙ্কাও বাড়িয়েছে, যেটি পুলিশের কড়া অবস্থান এবং সম্ভাব্য সংঘাতকেন্দ্রিক পরিস্থিতির প্রতিফলন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ