শাবিপ্রবিতে মেয়েদের হলে পানির ফিল্টার বিতরণ করলো ছাত্রশিবির


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশুদ্ধ পানির সংকট নিরসনে মেয়েদের হলে পানির ফিল্টার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টায় নারী শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল এবং ছেলেদের বিজয়–২৪ হলে এসব ফিল্টার হস্তান্তর করা হয়। ফিল্টারগুলো প্রভোস্টদের হাতে তুলে দেন শিবির শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ফিল্টার হস্তান্তরকালে মাসুদ রানা তুহিন বলেন, “মেয়েদের হলে দীর্ঘদিন বিশুদ্ধ পানির সমস্যা ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।”

ফাতিমাতুজ জাহরা হলের প্রভোস্ট ড. ইসমত আরা বলেন, “আগেও ছাত্রশিবির আমাদের ফার্স্ট এইড বক্স দিয়েছে। এবার পানির ফিল্টার দিয়েছে, যা শিক্ষার্থীদের জন্য খুব দরকারি ছিল। আশা করি এরকম কল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে হলে বিশুদ্ধ পানির অভাব ছিল। ফিল্টার স্থাপনের ফলে এখন তারা সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারবেন, যা তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: শাবিপ্রবি সংবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ