অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৭:২৮
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড।”
তিনি আশ্বস্ত করে বলেন, ফেব্রুয়ারির প্রথমভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশি-বিদেশি কোনো শক্তিই এ নির্বাচন বানচাল করতে পারবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। “বিএনপি ইতোমধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও আমরা একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পাবো—যেটি হবে ফ্রি, ফেয়ার ও এক্সক্লুসিভ,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রমিজ করেছেন—বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে এটি। জনগণ, নারী-পুরুষ, শহর-গ্রাম—সবাই মিলেই ভোট উৎসব পালন করবে।”
রাজনৈতিক দলগুলোর মতভেদ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “পলিটিক্যাল পার্টি থাকলে মতভেদ থাকবেই। এটাকে আমরা সিরিয়াস কিছু নিচ্ছি না। ঐকমত্য কমিশনের সঙ্গে নয় মাস ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের ইতিহাসের সবচেয়ে বড় আলোচনা হয়েছে। অচিরেই ঐক্য গড়ে উঠবে।”
তিনি আরও বলেন, “১৩ নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত সারা দেশে ৭টি বাসে আগুন দিয়েছে। ডেমরায় হাতেনাতে ধরা পড়া একজনের বাড়ি গোপালগঞ্জে। ময়মনসিংহে একজন বাসচালককে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এসবই আওয়ামী লীগের কাজ। তারা প্রমাণ করছে কেন দলটি নিষিদ্ধ করা হয়েছে—এটি একটি টেরোরিস্ট সংগঠন।”
নির্বাচনের সময়সূচি নিয়ে তিনি বলেন, “কাউন্টডাউন শুরু হয়েছে। তিন মাসের মধ্যেই কিংবা তারও কম সময়ে নির্বাচন হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। ছাত্র সংসদ নির্বাচনে যেমন ৮০ শতাংশ ভোট পড়েছে, জাতীয় নির্বাচনেও তেমন প্রাণবন্ত অংশগ্রহণ দেখা যাবে।”
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, ওসি মো. হিলাল উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ