পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১২



প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বললেন, “আমরা এখন যুদ্ধের মধ্যে আছি”

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইসলামাবাদ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আদালত ভবনের প্রবেশদ্বারের পাশে থাকা একটি গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুন ও ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ঘটনাস্থলে আতঙ্কে ছুটোছুটি করছেন আইনজীবী ও সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শী আইনজীবী রুস্তম মালিক বলেন, “আমি গাড়ি পার্ক করে কমপ্লেক্সে ঢুকতেই প্রবেশদ্বারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গেটের কাছে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখি, কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়।”

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ ঘটনাকে “আত্মঘাতী হামলা” বলে নিশ্চিত করেছেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জারদারি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।

প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, “এটি একটি সতর্কবার্তা। আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। যারা ভাবছেন পাকিস্তান সেনাবাহিনী কেবল সীমান্ত অঞ্চলে যুদ্ধ করছে, তাদের জন্য আজকের হামলা একটি স্পষ্ট বার্তা।”

তিনি আরও যোগ করেন, “বর্তমান পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশা করা বৃথা।”

 

 
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ