আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে যুবকের মৃত্যু।


নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে শাওন (১৬) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
 
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
​নিহত শাওন জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের যসপাড়া গ্রামের মো. রহিদুলের ছেলে।
 
​স্থানীয় সূত্রে জানা যায়, শাওন সকালে আত্রাই উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন। পথে কুশাতলা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।
 
​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ভটভটিটি জব্দ করে। 
 
এদিন বিকেলে আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান মুঠোফোনে বলেন, এঘটনায় একটা মামলা হয়েছে এবং ভটভটি জব্দ করা হয়েছে। 
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ