চরফ্যাশনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু


ভোলার চরফ্যাশন উপজেলায় ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— ওমরপুর ইউনিয়নের আলিগাঁও গ্রামের রিয়াজের ছেলে মো. জুবায়েদ (১৬) এবং একই ইউনিয়নের ফরিদ উদ্দিনের ছেলে মো. জিহান (১৫)।

সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ওমরপুর ইউনিয়নের মুখার বান্দা মেইন সড়কের পাশে তেলখালি ব্রিজ সংলগ্ন তৈয়ব মাষ্টারের বাড়ির সামনে কৃষক জাহাঙ্গীর আলমের ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জাহাঙ্গীর আলম তার ধানক্ষেতে ইঁদুর দমন করতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। বিকেলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে জুবায়েদ ও জিহান অসাবধানতাবশত ফাঁদে পা দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত দুই কিশোর স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বৈদ্যুতিক ফাঁদ সংক্রান্ত বিষয়ে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ