অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৩:৩৮
অদ্য সোমবার (১১ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার সুপার মার্কেট এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মুন্নী ফার্মেসি তে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে ফার্মেসির মালিক শাহ আলমগীরকে ৮,০০০ (আট হাজার) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে সংরক্ষণ বা প্রদর্শন না করার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ