অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৬:৪২
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাশকতা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) দিনগত রাতে পৃথক অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. হেলাল খান, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলী হোসেন মেম্বার, এবং খাসমহল বালুচর ইউনুস একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুবলীগের সক্রিয় কর্মী মো. মহসিন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।” পুলিশ জানায়, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার আশঙ্কায় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ