সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী মামুন গুলিতে নিহত


রাজধানীর সূত্রাপুরে সোমবার (১০ নভেম্বর) সকালে গুলি করে হত্যা করা হয়েছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে (৫৫)। বুকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটে সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মামুনের ওপর অতর্কিতভাবে গুলি চালায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আহসান উদ্দিন সামি বলেন, “নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। যারা গুলি চালিয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

 

নিহতের পরিচিত ফাইজুল হক অপু জানান, “সকালে মামুনের ফোন থেকে আমাকে কল করে ঘটনাটি জানানো হয়। আমি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে তার পরিচয় শনাক্ত করি।” জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, নিহত মামুনের বাবার নাম এসএম ইকবাল। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকার বাসিন্দা।

 

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, “সকাল ১১টার দিকে হাসপাতালের সামনে গোলাগুলির শব্দ শুনে বাইরে গিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই, পরে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়, তবে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

 

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। সূত্রাপুর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ