এই সরকারকে ষষ্ঠ কিস্তির টাকা দিচ্ছেনা আইএমএফ: অর্থ উপদেষ্টা


তিন বছর ধরে আলোচনায় থাকা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। পাঁচ দফায় এখন পর্যন্ত ৩৬০ কোটি ডলার ছাড় হলেও ষষ্ঠ কিস্তির অর্থ আর অন্তর্বর্তী সরকারের সময়ে মিলছে না।

রোববার (৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, “আইএমএফের প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। এই মুহূর্তে আমাদের ঋণের কিস্তি প্রয়োজন নেই। তারা আগে রিভিউ করুক। ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চায়, সেটি নিয়ে আলোচনা করবে। এরপর ঋণ ছাড় হবে।”

তার মতে, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ষষ্ঠ ও সপ্তম কিস্তি একসঙ্গে ছাড় হতে পারে।

সালেহউদ্দিন আহমেদ জানান, আইএমএফের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে। সংস্থাটি বাংলাদেশের পদক্ষেপে সন্তুষ্ট হলেও কয়েকটি ক্ষেত্রে অতিরিক্ত মনোযোগের পরামর্শ দিয়েছে—রাজস্ব আয় বাড়ানো, সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বৃদ্ধি, ব্যাংকিং খাতের সংস্কার ত্বরান্বিত করা।

তিনি বলেন, “আমাদের দেশে অনেকেই ট্যাক্স দিতে চান না, আবার এনবিআর দুই মাস বন্ধ ছিল। ফলে রাজস্ব সংগ্রহ কমেছে। তবে আইএমএফ বলেছে, আমরা ঠিক পথে আছি।”

অর্থ উপদেষ্টা আরও জানান, আইএমএফ ঋণ, সংস্কার, শর্ত ও পে কমিশন সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে, যা আগামী সরকারের হাতে তুলে দেওয়া হবে।

সভায় উপস্থিত কৃষি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, “আগামী ২০ নভেম্বর থেকে ধান-চাল কেনা কার্যক্রম শুরু হবে। ধান ৩৪ টাকা, সিদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা কেজি দরে কেনা হবে। কার্যক্রম চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।”

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিনের দাবি, “দেশের খাদ্য পরিস্থিতি এখন ভালো অবস্থায় রয়েছে।”


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ