অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৮:৩৬
পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ- পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন জামায়াতের নির্বাচনী সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়ন জামায়াত আয়োজিত সাব্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আমীর শামীম আহম্মেদ প্রধানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা-৩ পলাশবাড়ী -সাদুল্লাপুর আসনে সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে পারলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলের জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রুহুল আমিন সরকার এবং পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি অবসরপ্রাপ্ত সৈনিক রফিকুল ইসলাম প্রমুখ।
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও নেতা-কর্মীরা।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ