পলাশবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালিত


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি ঃ - ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পলাশবাড়ী পৌরসভার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
 

গতকাল বেলা ১১ টায় পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন পলাশবাড়ী পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার।
 

এর পর পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদয়ালয় ও গ্রীণফীল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি আল ইয়াসা রহমান তাপাদার।
 

এই সময় তিনি বলেন, “ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। আমাদের প্রয়োজন শুধু কিছু নিয়মিত সতর্কতা ও পরিচ্ছন্নতার চর্চা করা। জমে থাকা পানি সরিয়ে ফেলা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ঘুমের সময় মশারি ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজেই এই রোগ প্রতিরোধ করতে পারি।”
 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান, পৌর অফিস সহকারি মেহেদী হাসান সহ অনকেই উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ