‘মুরুব্বী মানুষ যা করছে, ঠিকই করছে’— ট্রল ভিডিওতে সর্ব মিত্রের শুটিং ভাইরাল


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক বয়স্ক মাদকসেবীকে উচ্ছেদ করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন ডাকসু সদ্য সর্ব মিত্র চাকমা। সমালোচনায় বলা হয়েছে, “এ ধরনের কাজ প্রশাসনের কাজ, ডাকসু নেতারা লাঠি হাতে এমন কাজ করতে পারেন না।” তবে সর্ব মিত্র সমালোচনাকে পাত্তা না দিয়ে ভিডিওকে মিম আকারে ট্রলে পরিণত করেছেন

ভিডিওর বর্ণনা:
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সর্ব মিত্র ভিডিওটি শেয়ার করেন। এতে দেখা যায়, একজন ঢাবি শিক্ষার্থী দৌড়ে এসে অভিযোগ করছেন, “এক বৃদ্ধ আমার মোবাইল ফোন নিয়ে পালাচ্ছেন।” শিক্ষার্থী ভিডিওর মাধ্যমে বিচার চান, সর্ব মিত্র হেসে বলেন,

“শান্ত হও! মুরুব্বী মানুষ যা করছে, ঠিকই করছে। ওনার কাজে কোনো ভুল নেই। সিনিয়র সিটিজেন হিসেবে যা করেছেন, তা সম্মান করা উচিত।”

শিক্ষার্থী জবাব দেন, “আমার ফোন নিয়ে গেছে, আমি কীভাবে তাকে সম্মান জানাব?” সর্ব মিত্র বলেন, “হ্যাঁ, সম্মান জানাতে হবে। মুরুব্বী মানুষ যা করবে, তাই রাইট।” এরপর ভিডিওতে দেখা যায়, তিনি বৃদ্ধকে ফোন নিয়ে চলে যেতে বলেন। ভিডিওটি মাত্র এক ঘণ্টায় ভাইরাল হয়ে ১৪ হাজারবার শেয়ার এবং ৬০ হাজার রিয়্যাকশন পেয়েছে।

সর্ব মিত্রের মন্তব্য ও ব্যাখ্যা:
উচ্ছেদ অভিযান ও বিতর্কিত ভিডিও নিয়ে সর্ব মিত্র একটি স্ট্যাটাসে ছয়টি প্রশ্নের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেছেন:

বৃদ্ধ লোকের আচরণ কেন?

গত ছয় দিন ধরে তাকে বহুবার ক্যাম্পাস থেকে সরানো হয়েছে। তার ব্যাগে মাদক ছিল এবং সে প্রতিদিন বলত “আজকেই যাচ্ছি।”

জায়গা ক্যাম্পাসের বাইরে কি?

ভিডিওতে বার্ন ইনস্টিটিউট উল্লেখ হলেও, ঘটনা মূলত অমর একুশে হলের ফুটপাতের উপর, যা ক্যাম্পাসের অংশ।

বৃদ্ধকে প্রহার করা হয়েছে কি?

কোনো প্রহার হয়নি। প্রক্টরিয়াল বডি কেবল ব্যাগ উদ্ধার ও ক্যাম্পাসের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছে।

সর্ব মিত্রের এখতিয়ার কতটুকু?

ডাকসু সদস্য হিসেবে প্রক্টরিয়াল বডির কার্যক্রম পর্যবেক্ষণ এবং অপারেশন পরিচালনায় সহায়তা করা তার এখতিয়ারে পড়ে।

পুলিশের হাতে কেন দেওয়া হয়নি?

মানবিক কারণে এবং বৃদ্ধ লোকটির অসহায়ত্ব বিবেচনায় তিনি ছয় দিন ধরে আইনের হাতে তুলে দেননি।

ভিডিও কে ধারণ করেছে?

পথচারী নয়; পরিকল্পিতভাবে বাইক থেকে ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওর ধারণকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের সদস্য।

এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে উচ্ছেদ অভিযান এবং তা নিয়ে প্রকাশিত ভিডিও।

 
 


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ