অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৭:০৩
অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মাদকবিরোধী অভিযানের পর ডাকসু নেতাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ও উগ্রতা বৃদ্ধির কথা বললেন ভিপি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মাদক কারবারিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের প্রেক্ষিতে ছাত্রলীগ-কেন্দ্রিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংঘ (ডাকসু)-র ভিপি সাদিক কায়েম অভিযোগ করেছেন, ডাকসু কমিটির সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমাকে কেন্দ্র করে একটি গ্রুপ ঘৃণ্য ও কালচারবিরোধী অপপ্রচার চালাচ্ছে। বুধবার রাত সাড়ে ১১টার সময় নিজের ফেসবুক আইডিতে এই অভিযোগ করেন তিনি।
পোস্টে সাদিক কায়েম বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মাদক কারবারির বিরুদ্ধে পরিচালিত অভিযানের প্রেক্ষিতে এবি জুবায়ের ও সর্ব মিত্র চাকমার বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চলছে — এটি করছে কালচারাল ফ্যাসিস্ট চক্র।” তিনি দাবি করেন, ওই চক্র ডাকসুর কর্মকান্ডের বিরোধিতা বলা ব্যতীত কথিত সুশীল আড়াল করে চরম উগ্রতা ও হিংসাত্মক মনোভাব ছড়িয়ে দিচ্ছে।
বিষয়টি প্রসঙ্গে ভিপি সাদিক কায়েম আরও বলেন, “কালচারাল ফ্যাসিস্টরা খুনি হাসিনার আমলের পুরোনো ডিহিউম্যানাইজেশনের অপরাজনীতি পুনরায় চালু করেছে। মানুষকে দানব হিসেবে উপস্থাপন করে হত্যাযোগ্য করা কিংবা শিল্পকে সন্ত্রাস প্রচারের মাধ্যম বানিয়ে অপরাজনীতি করার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”
তিনি সতর্ক করে বলেন, যদি কেউ রাজনীতিকে রাজনৈতিক ভাষায় মোকাবিলা না করে হত্যা-প্ররোচনার মিশনে নামে, তাহলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হতে পারে—এ সময়ে নতুন বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশে এসব সাংস্কৃতিক সন্ত্রাসবাদের প্রশ্রয় নেই।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবেশে উত্তেজনা থাকলেও স্থানীয় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিরোধী গ্রুপের মন্তব্য পাওয়া যায়নি। ভবিষ্যতে যদি এ নিয়ে কোন আনুষ্ঠানিক অভিযোগ বা প্রতিক্রিয়া আসে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ছাত্র সংগঠনগুলো তা তদন্ত ও প্রযোজ্য ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ