অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ নভেম্বার ২০২৫, সময়ঃ ০৬:৫১
অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের সেমিফাইনালে এসে থেমে গেল ব্রাজিলের স্বপ্নযাত্রা। উত্তর কোরিয়ার কাছে ২-০ গোলের পরাজয়ে ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে সেলেসাও কন্যারা। ম্যাচের প্রায় পুরো সময় দশজন নিয়ে লড়েও গোলের দেখা পায়নি তারা। ফলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলটিকে।
তিনবারের চ্যাম্পিয়ন ও প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দল উত্তর কোরিয়ার বিপক্ষে শুরুটা ছিল আত্মবিশ্বাসী ব্রাজিলের। তবে ম্যাচের ১৫ মিনিটে ইনজুরিতে পড়েন জিওভানা ইসেপ্পে, তার বদলি হিসেবে মাঠে নামেন দুলসে মারিয়া। এরপর থেকেই আক্রমণে ধার হারিয়ে পাল্টা আক্রমণ নির্ভর খেলায় নামতে হয় ব্রাজিলকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় উত্তর কোরিয়া। সু রিমের নিখুঁত ক্রসে ব্রাজিলের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জং হিয়াং জোরালো শটে প্রথম গোলটি করেন। কিছুক্ষণ পরই আরেকটি দারুণ আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে কোরিয়ান দল, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দেয় তাদের।
ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হতে পারেনি ব্রাজিল। এভেলিন ও হেলেনা একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও, কোরিয়ান গোলরক্ষক সন গিয়ং-এর অসাধারণ পারফরম্যান্সের কারণে সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
নির্ধারিত সময় শেষে ২-০ গোলের ব্যবধানেই মাঠ ছাড়ে ব্রাজিল। এখন তাদের অপেক্ষা শনিবারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের, অন্যদিকে উত্তর কোরিয়া ফাইনালে শিরোপার চতুর্থ জয় খোঁজার লক্ষ্যে মাঠে নামবে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ